মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে কিশোর কিশোরীদের বয়সন্ধিকালের স্বাস্থ্য সেবা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারি)সকাল সাড়ে ৯ টায় ইউনিসেফের সহায়তায় মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলাম ও বাগেরহাট জেলা পবিবার পরিকল্পনা কার্যালয়ের এডিসিসি ডাঃ দ্বীন মোহাম্মদ।এ সময় মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ হাসান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান।এছাড়া ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ।উক্ত কর্মশালায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণসহ গণমাধ্যম প্রতিনিধিও অংশ গ্রহণ করেন।কর্মশালায় মোরেলগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে কিশোর কিশোরী শিক্ষার্থীদের বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ বাল্য বিবাহ নিরোধে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।