মোঃ সুমন মোল্লা স্টাফ রিপোটার
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী ডজন খানিক মামলার আসামি জব্বার মুন্সি ওরফে জব্বার মাস্টারকে (৫৫) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জব্বার মাষ্টারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জব্বার মাস্টার হাজরাকান্দা গ্রামের রকমান মুন্সির ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, জব্বার মাস্টার নিক্সনের প্রধান সহযোগী ছিলেন। সে একটি প্রাইমারি স্কুলের মাস্টার। তবে তার বিরুদ্ধে ডজনখানেক মামলা ছিল। নিক্সন চৌধুরীর দোহাই দিয়ে এলাকায় আধিপত্য কায়েম করেছিলেন। নিক্সনকে ব্যবহার করে একে একে সবকটি মামলা থেকে রেহাই পান তিনি। জব্বার মাস্টারের গ্রেপ্তারের খবরে এলাকায় আনন্দের জোয়ার বইছে। বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ জব্বার মাস্টারকে গ্রেপ্তার করে বিকেলে জেলহাতে প্রেরণ করেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত জব্বার মাস্টারকে ভোর রাতে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।