মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ আদেশ দেন তিনি।
জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবীর একটি দল আদালতে উপস্থিত হন। শুনানির পর আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করেন। পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রপক্ষের বিরোধিতার পরিপ্রেক্ষিতে আদালত জামিন মঞ্জুর করেননি।
চিন্ময়ের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতে জানান, জাতীয় পতাকার কোনো অবমাননা হয়নি। তিনি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন।
গত ২৫ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন তাকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে ইসকন অনুসারীরা বিক্ষোভ করে।
বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে এবং আদালত এলাকায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহত হন। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও আরও কয়েকটি মামলা করা হয়।
চিন্ময়ের আইনজীবীরা জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।