রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সমাজসেবা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে। (২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যতিক্রমী “ওয়াকাথন” মুক্ত আড্ডা।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. শাফায়েত হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল, সহকারী পরিচালক আবদুর রহমান, সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক মো. আবুল কাসেম, ইউএনও আঁখি জাহান নীলা, প্রফেসর রফিকউল্লাহ, বিভিন্ন পেশাজীবী, গণমাধ্যমব্যক্তিত্ব প্রমুখ।
এর আগে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন, ওয়াকাথন তথা ম্যারাথন, এর মূল উদ্দেশ্য কল্যাণ রাষ্ট্র গঠন, জুলাই বিপ্লব ছাত্রদের অবদান তুলে ধরে ও তরুণ প্রজন্মকে নানাভাবে উজ্জীবিত করতে সমাজ সেবা ভুমিকা রাখছে। তিনি দেশের তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
উপ-পরিচালক মো. শাফায়েত হোসেন তালুকদার দৈনিক নোয়াখালী গণমাধ্যম কর্মী সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীকে জানান, তরুণ প্রজন্ম আমাদের প্রাণ, তাদের মাধ্যমে সমাজে ছিন্নমূল মানুষের নিকটে পৌঁছনের সহজ চেষ্টা। জুলাই আগস্ট বিপ্লব ছাত্ররা আমাদের চোখ খুলে দিয়েছে। সকলে মিলে আসুন দেশ গড়ি।