স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সহ
সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন। আমিনুর রশিদ আমিন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করছেন তার দলের শীর্ষ নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাক্ষরিত প্যাড ও আমিনুর রশিদ আমিনের ছবি পোস্ট করে অভিনন্দনও জানাচ্ছেন তারা।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণ করায় জেলা যুবদলের সহ সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান জেলা যুবদলের নেতৃবৃন্দ।