মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
মানব কল্যাণের ব্রত নিয়ে পাবনার ঈশ্বরদীতে যাত্রা শুরু করলো সেবামূলক প্রতিষ্ঠান জাকারিয়া ফাউন্ডেশন। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামে ফিতা কেটে প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
ফাউন্ডেশনের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস।
এসময় প্রতিষ্ঠানটির ২৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আলাউদ্দিন, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাস, সলিমপুর ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম মুকুল, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, আরএ আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, অসুস্থদের চিকিৎসা ভাতা ও দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।