স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
৩ জানুয়ারি (শুক্রবার) সকালে কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে প্রথম মতবিনিময় করেন তিনি। পরে নিজ ইউনিয়ন মাইজবাড়ির ঢেকুরিয়া বাজারে মতবিনিময় করেন রুমানা মোর্শেদ কনকচাঁপা।
এসময় ব্যাটারীচালিত ইজিবাইকের ওপর দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সত্যি বলতে মাইজবাড়িতে আমার কোন বাড়ি নাই। কারো যদি ভিটাবাড়ি না থাকে সেটা কি তার অপরাধ? আমি বিশ্বাস করি মাইজবাড়ির প্রত্যেকটি বাড়িই আমার বাড়ি। সারা কাজিপুরই আমার বাড়ি। আর যদি দরকার হয় আমি একটা বাড়ি করবো।’
কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা আরও বলেন, ‘আমি কাজিপুরের মেয়ে এর মধ্যে কোন মিথ্যা নেই। আমি যেন আপনাদের পাশে থেকে ভালোবাসার প্রতিদান দিতে পারি। আপনাদের জীবন শান্তিময়-সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে পারি সেই জন্য আমাকে কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের লোক আপনাদের ভালোবাসি।’
এরপর নেতাকর্মীর মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার মেঘাই, আলমপুর ও হাটশিরা বাজার
হয়ে চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষীপুরে বিশিষ্ট সমাজসেবক কামরুল হাসান তরুর বাড়িতে যান। সেখানেও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং
সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কনকচাঁপা।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপি’র সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আব্দুল মালেক তরফদার স্বপন, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জাহিদ, তায়েত উদ্দিন তাজ মল্লিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আশরাফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওহেদুজ্জামান রঞ্জু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, ধুনট উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, সমাজসেবক কামরুল হাসান তরু, মামুন ভূঁইয়া সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ -১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমানা মোর্শেদ কনকচাঁপা। এবারও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিনি।