তরিক শিবলী : আজ উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে ১১ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুউকের বিরুদ্ধে মানববন্ধন করা হয়।রাজউক থেকে বরাদ্দকৃত উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির জমি আব্দুল লতিফ এর নামে বরাদ্দ করা হয়। হঠাৎ করে রাজুকের এমন সিদ্ধান্তে ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি সহ ১১ নম্বর সেক্টরের বাসিন্দারা ক্ষোভে পেটে পরে ।১১ নম্বর সেক্টরের বাসিন্দাদের মতে রাজউকের অসাধু কর্মকতাদের যোগসাজশে উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির অফিসের জমি অবৈধভাবে বরাদ্দ দেয়ার প্রতিবাদে তারা আই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়জন করে ।
শুক্রবার বাদ জুম্মা উত্তরা ১১ নং সেক্টর বায়তুন নুর জামে মসজিদের সামনের সড়কে উক্ত প্রতিবাদ সমাবেশে ও মানববন্ধনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী কর্মসূচি পালন করে। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান, সাবেক সভাপতি ডাঃ মঈন আহমেদ, মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী আরব আলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূইয়া, সামাজ কল্যাণ সম্পাদক মোগল ভূইয়া, আক্তার হোসেন, আজমল হোসেন, আলমগীর হোসেন শিশির, সিরাজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ১১ নং সেক্টর লেকের পাড়ে রাজউকের অতিরিক্ত জমি সোসাইটির অনুকূলে বরাদ্দ দেয়ার জন্য ২০১২ সালে আবেদন করা হলেও এখনো বরাদ্দ দেয়নি। এই জমিতে ২২/২৪ বছর যাবত সোসাইটি অফিস নির্মাণ করে এলাকাবাসীর কল্যাণে কাজ করছে। গত আগষ্ট মাসে যখন ছাত্র আন্দোলনে দেশের অবস্থা টালমাটাল পরিস্থিতি তখন রাজউকের অসাধু কর্মকতাদের কয়েক কোটি টাকা ঘুষ দিয়ে উক্ত জমি বরাদ্দ করে এনেছেন আ: লতিফ। উত্তরার চিন্হিত ভূমি দস্যু মাদকের গডফাদার আ: লতিফের স্থান উত্তরায় হবে না।
বক্তারা রাজউকের অসাধু কর্মকতাদের হুশিয়ার করে বলেন অবিলম্বে এই অবৈধ বরাদ্দ পত্রটি বাতিল করতে হবে। বাতিল না করলে প্রথমে স্বারকলিপি দেয়া হবে। স্বারকলিপিতে কাজ না হলে পরবর্তীতে মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করা হবে। এই ভূমি দস্যু লতিফ রাজউকের অসাধু কর্মকতাদের যোগসাজশে অন্তত ৩০ টি প্লট বরাদ্দ করে নিয়েছেন। ভূমি দস্যু মাদকের গডফাদার লতিফ গত জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন সরকারি দলের নেতাকর্মীদের লাখ লাখ টাকা দিয়েছেন। তার সকল সম্পদের হিসাব নেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।