1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সি এ এস ফটো অ্যাকাডেমী আয়োজিত, আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনীর ২০২৫ এর শুভ সূচনা হলো - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, জীবনে আর কোনো দিন প্রেম করব না আনন্দ উৎসাহের মধ্য দিয়ে দৃর্গ দের যুগ পর বৃহত্তর জয়দেবপুর কিচেন  কাজিপুরে আরআইএম ডিগ্ৰী কলেজের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত রূপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট করে উল্টো মামলা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রলীগের আকস্মিক হামলায় তিন সমন্বয়ক আহত ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নরসিংদীর আলোক বালি খোদাদিলা গ্রামে সাংবাদিক বাবুলের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট

সি এ এস ফটো অ্যাকাডেমী আয়োজিত, আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনীর ২০২৫ এর শুভ সূচনা হলো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আজ ৩রা জানুয়ারী শুক্রবার, ঠিক বিকেল পাঁচটায়, রবীন্দ্র সরোবর সংলগ্ন , গ্যালারী গোল্ড আর্ট গ্যালারীতে, সি এ এস ফটো একাডেমী ও ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির অধীনে একটি নিবন্ধিত ফটোগ্রাফি ক্লাবের পরিচালনায় এবং অভিষেক দাস এর উদ্যোগে আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনী ২০২৫এর শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এই প্রদর্শনী চলবে ৩রা জানুয়ার থেকে ৫ই জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা। এবং এক মিনিট নীরবতা পালন করা হয়েছে, কয়েকজনের স্মৃতির উদ্দেশ্যে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ বরুন কুমার সিনহা, মিস্টার সুদীপ্ত রায় চৌধুরী, মিস্টার চিন্ময় দত্ত, মিস্টার অভিজিৎ গাঙ্গুলী অন্যান্যরা,

উপস্থিত ছিলেন সিএএস মেম্বার, সুদীপ্তা দাস, অভিষেক দাস ,তনুশ্রী মিত্র, অজিত কুমার মাঝি, মৌমিতা মন্ডল, রোহিণী মুখার্জি ,অঙ্কন সরকার সহ অন্যান্য সদস্যরা,

প্রধান অতিথি ডক্টর বরুণ কুমার হাত ধরে এই প্রদর্শনী শুভ সূচনা হয়।,

এই প্রদর্শনীতি থাকছে ক্লাব সদস্যদের একটি কিউরেডেড প্রিন্ট শো, এছাড়াও tas সম্মান পুরস্কার বিজয়ী শিল্পকর্মের পাশাপাশি তিনটি ফটো সিরিজ গোমিরা লোক শিল্পের উপর এছাড়াও মা
সান হোলি এবং কলকাতা জিন্স গলি একটি ভিন্ন পিওভিতে প্রদশিত হয়েছে।

প্রদীপ প্রজ্জ্বলনের পর অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন,

এই প্রদর্শনীতে ৩৫টি দেশের ১৭৫ টি পুরস্কার বিজয়ী ছবি প্রিন্ট ও ডিজিটাল মিলিয়ে প্রদর্শিত হয়েছে, প্রায় ১০০ জনেরও বেশি ফটোগ্রাফার ও শিল্পী অংশগ্রহণ করেছেন এবং তাহাদের ছবি এই গ্যালারীতে প্রদর্শিত রয়েছে।

এছাড়া প্রদর্শনীতে যাহারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও স্মারক ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন।

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে উদ্যোক্তা এবং অতিথিরা একটা কথাই বারবার বলেন, এই ধরনের প্রদর্শনী কলকাতার মধ্যে কোথাও দেখা যায় না, এবং এখানে যে ছবিগুলি প্রদর্শিত হয় , তার মান ও গুণগত দিক দিয়ে বিচার করার পর তবেই তাহার ছবি প্রদর্শিত করা হয় এবং নেওয়া হয়, বহু শিল্পীর ছবি আমাদের কাছে আসলেও আমরা সব ছবি নিতে পারি না ও দেখাতে পারি না, এবং আমারা ১২ বছরের এই একাডেমি একমাত্র গ্যালারী গোল্ড আর্ট গ্যালারীতেই প্রদর্শনী করে থাকি, শুধু তাই নয় সকল সদস্য এবং বিভিন্ন দেশের শিল্পীদের সহযোগিতায় এইরকম একটি অনুষ্ঠান করতে পারি। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং সকল মিডিয়া বন্ধুদের কাছেও আমরা কৃতজ্ঞ, আমাদের প্রদর্শনীকে সবার সামনে পৌঁছে দেওয়ার জন্য ও তুলে ধরার জন্য। একটু একটু করে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা ,(পশ্চিমবঙ্গ)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি