রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি
বাগেরহাট জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে শ্রীলতা হানির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায় রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ফরহাদ শেখ এর কন্যা জান্নাতুল মাওয়া সহ তার পরিবারের সকলে একটা বিয়ের প্রোগ্রাম থেকে আসার পথে রামপাল থানাধীন রাজনগর ইউনিয়নের কালিবাড়ি বাজার মোড়ে এসে, ফরহাদ শেখ তার স্ত্রী এবং দুই মেয়েকে নসিমন গাড়ির ওপার বসিয়ে রেখে বাজার করতে যান এ সময় আবুল শেখ এর পুত্র বখাটে যুবক রসুল শেখ নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী জান্নাতুল মাওয়া কে তার হাত ধরে টান দিয়ে গাড়ি থেকে মাটিতে ফেলে দিয়ে চলে যায়। এ সময় চিৎকারের শব্দ শুনে বাজার করতে থাকা জান্নাতুল মাওয়ার পিতা মোহাম্মদ ফরহাদ শেখ দৌড়ে ছুটে আসে, ঘটনাস্থলে এসে বখাটে যুবক রসূল শেখ কে জিজ্ঞাসাবাদ করিলে তার উপর ছড়াও হয়ে ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়। এ সময় তরিক গাজী, রাজু শেখ, নাহিদুল শেখ, হুসাইন শেখ, আব্দুর রশিদ গাজী সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসিয়া একযোগে এলোপাথারি কিল, ঘুসি ও লাথি মেরে শরীলের বিভিন্ন স্থানে নীল ফুলা জখম করে, এক পর্যায়ে রসূল শেখ পাশের কোন এক স্থান হতে লোহার রোড আনিয়া রক্তাক্ত কাটা ও ফাটা যখম করে। এ সময় ফরহাদ শেখ এর স্ত্রী লাকি বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তরিক গাজী কিল ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীল ফোলা যখম করে পরিহিতো কাপড় টানা হিচড়া করিয়া শ্রীলতা হানি ঘটায়। তরিক গাজী আসিয়া লাখি বেগমের গলায় থাকা স্বর্ণের আট আনা ওজনের চেন নিয়ে যায় এ সময় নাহিদুল শেখ কাছে থাকা নগদ অর্থ নিয়ে যায় ও তার ১০ বছরের শিশু কন্যাকে বুকের উপর লাথি মেরে রাস্তায় ফেলে দেয়, এক পর্যায়ে তারা আত্মরক্ষার ক্ষেত্রে চিৎকার করিলে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় লোকজন এর সহায়তায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করানো হয়।
এ বিষয়ে রামপাল থানা বরাবর ভুক্তভোগী ফরহাদ শেখ এর স্ত্রী লাখি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।