মোমিন আলি লস্কর জয়নগর:-
দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবন এলাকা, প্রত্যন্ত ম্যানগ্রোভ বনাঞ্চল এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক মানুষ আছেন যারা দুঃখ-দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন। তারা কোনো আশা বা সাহায্য ছাড়াই শীত, ক্ষুধা ও দারিদ্রের চিকিৎসার অবহেলিত মৃত্যুর মুখোমুখি হচ্ছে। শীত মৌসুম থেকে বাঁচতে তাদের জরুরিভাবে গরম কাপড়, কম্বল ও খাবার প্রয়োজন।
জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামে সমাজসেবক মানব দরদী এবং হাক্বানিয়া আরবী একাডেমী ও মানব সেবার কর্নধার বিশিষ্ট ইসলামিক দিন দরদী হাফেজ আবুল কালাম মন্ডল তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিশিষ্ট সমাজসেবকদের সাহায্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ফলে আজ পদ্মের হাট কমপ্লেক্সে হাক্বানিয়া আরবী একাডেমী ও হাক্বানিয়া মানব সেবার পক্ষথেকে দুঃস্থ , এতিম অনাথ অসহায়দের সাহায্যের মিলন মেলা অনুষ্ঠিত হল।
দুঃস্থ এতিম এই সুবিধাবঞ্চিত লোকদের সেবা করার জন্য তাদের অন্ধকার , নিঃসঙ্গ জীবনে কিছু আলো ভালবাসা আনতে নিবেদিত হাক্বানিয়া আরবী একাডেমী ও হাক্বানিয়া মানব সেবার সেচ্ছাসেবক সংগঠন।
হাক্বানিয়া আরবী একাডেমী ও হাক্বানিয়া মানব সেবার কর্নধার বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আবুল কালাম মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায়,দিন দরিদ্র এতিম, বিভিন্ন কঠিন রোগগ্ৰস্থ রুগিদের সাহায্যের তাদের জন্য শীতবস্ত্র, কম্বল সংগ্রহের জন্য একটি অনুদান মিলন উৎসব আয়োজন করছি। আমরা আপনাকে এই মহৎ কাজে আমাদের সাথে যোগদান করার জন্য অনুরোধ করছি এবং আপনি যা পারেন তা দান করুন। কোন দান বড় বা ছোট নয়। প্রতিটি অবদান গণনা করে এবং একটি পার্থক্য করে।
আপনার অনুদান সুন্দরবন এলাকা এবং অন্যান্য স্থানের অভাবী মানুষদের শীতবস্ত্র, কম্বল বিতরণে ব্যবহার শীত বস্ত্র কর্মসূচী। গভীর শীতবস্ত্রে আমাদের প্রকৃতি অনেক মানুষ আছে যারা এই শীতে ঘুমায়। শীতের কেনাকাটার টাকা নেই তাদের। আর টাকা রোজগার করার কোনো শর্ত নেই। এই শীতে শীতের জামা কিপ এবং এই শীতে আমাদের প্রকল্পের মাধ্যমে, আমরা দরিদ্র, এবং যারা এই শীতল শীতের কাপড় কেনার সামর্থ্য না তাদের চাহিদা করি। আর এই শীতের পোশাকে গরিব অনেক মানুষ উপকৃত হয়েছে। এবং তারা এখন এই শীতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। আমি এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সাহায্য করতে খুব গর্বিত। হাক্বানিয়া আরবী একাডেমী ও হাক্বানিয়া মানব সেবার সেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে 200 জন অসহায় দরিদ্র কঠিন রোগ গ্ৰস্থ মানুষের হাতে কাউকে চিকিৎসা জন্য চিকিৎসা বাবদ টাকা, কাউকে মেয়ের বিবাহ বন্ধনের কিছু হাটবাজার,অনেকের শীতবস্ত্র এবং বিশিষ্ট গুরুজন কে সংবর্ধনা করেন হাক্বানিয়া আরবী একাডেমী ও হাক্বানিয়া মানব সেবার কর্নধার বিশিষ্ট সমাজ সেবিক হাফেজ আবুল কালাম মন্ডল।
উপস্থিত ছিলেন হাফেজ আবুল কালাম মন্ডল, মাওলানা আজিজুল হক , মুক্তি ফিরোজ উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন,হাজি দাইত সাহেব, মাসুদুর রহমান,আবিদ হোসেন, ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন