মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের ডিসি পার্কে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে শুরু হবে এ উৎসব। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এক সংবাদ সম্মেলনে জানান, এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেমস, মুভি শো, ভায়োলিন শো ও পুতুল নাচের মতো নানা আয়োজন থাকবে।
মেলায় প্রবেশের জন্য নির্ধারিত টিকিটের মূল্য এবার ৫০ টাকা, যা গত বছরের তুলনায় ২০ টাকা বেশি। টিকিট মেলা প্রাঙ্গণের পাশাপাশি অনলাইনে সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে। ফুলের এই মেলা শুধু চট্টগ্রামের নয়, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।