1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কনকনে শীতের হিমেল ছোবলে ভাসমান জীবন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে হতাশাগ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা পূর্বাচলে আবারো এক নারীর গলাকাটা লাশ উদ্ধার ধোবাউড়ায় মাদক সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০২ কুড়িগ্রামের আইন লঙ্ঘন করে চলছে ইটভাটা নির্মাণ ঝালকাঠি জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শ্যামনগরে তরুণ উৎসবে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত কুড়িগ্রামে ৯৪ বোতল বিদেশি মদ সহ মাদক কারবারি সুমন আটক নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্যান চালক তামিম খাঁন হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান সাতক্ষীরায় ঘেরের বাঁধে বিদ্যুৎস্পৃষ্টে আবু হাসান নিহত বগুড়ার শিবগঞ্জে খোলা বাজারে চাল ও আটা বিক্রির কার্যক্রম উদ্বোধন

কনকনে শীতের হিমেল ছোবলে ভাসমান জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

শহরের ব্যস্ততম ফুটপাতগুলো যেন প্রতিদিন একটি নীরব কান্নার প্রতিচ্ছবি। হিমেল বাতাস আর কুয়াশায় ঢেকে থাকা ভোরগুলোতে নগরের ফুটপাতে দেখা মেলে জবুথবু ভাসমান মানুষের। শীতের প্রকোপে কুঁকড়ে থাকা মানুষগুলো এক টুকরো উষ্ণতার জন্য কখনো কাগজ-পলিথিন জড়ায়, কখনো জ্বালায় ভাঙা কাঠ কিংবা প্লাস্টিক।

তাদের কষ্টের ছবিটা এতটাই স্পষ্ট যে, দেখলেই বুকের ভেতর একটা চাপা আর্তনাদ ওঠে। গরম কাপড়ের অভাবে রাতভর ঠান্ডায় কাঁপতে থাকা মানুষগুলো যেন নিঃশব্দে বলছে, “আমাদেরও বাঁচার অধিকার আছে।” অথচ নগরের প্রাচুর্যপূর্ণ জীবনের ভিড়ে তাদের এই কষ্ট যেন হারিয়ে যায়। বিত্তবানদের গাড়ির জানালা দিয়ে হয়তো এক ঝলক চোখ পড়ে, কিন্তু সহানুভূতির হাতটা বাড়ে না। এই মানুষগুলোর জন্য শীত মানে শুধুই যুদ্ধ—প্রকৃতির বিরুদ্ধে, সমাজের উদাসীনতার বিরুদ্ধে।

রিকশাচালক রুকন বলেন, “হাত-পা অবশ হয়ে আসে শীতে। তারপরেও রিকশা চালাই। ৫ জনের সংসার তো চলবে কীভাবে?” তাদের জীবনযুদ্ধ থেমে থাকে না। কিন্তু শীত তাদের লড়াই আরও কঠিন করে তোলে।

শীতের তীব্রতায় ফুটপাতে শুয়ে থাকা পথশিশুগুলোর কষ্ট যেন আরও অসহনীয়। কারও গায়ে পুরনো ছেঁড়া কাপড়, কারও গায়ে কাপড়ই নেই। অন্ধকার রাতে জমে থাকা শিশিরের নিচে শুয়ে থাকা সেই মানুষগুলোর জন্য যেন শীতের প্রতিটি রাত একেকটি চ্যালেঞ্জ।

নগরের রাস্তাঘাটে শীতের দাপট তুলনামূলক কম হলেও, তীব্র বাতাস আর ভোরের কুয়াশা জীবনযুদ্ধকে আরও কঠিন করে তুলছে। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা আরও কমতে পারে, যা এই মানুষদের জন্য হতে পারে মৃত্যুপ্রবাহের সমান।

কোনোদিন এই মানুষগুলোর জন্য উষ্ণতা ছড়ানো কম্বল আসবে কি? কেউ কি বাড়িয়ে দেবে সহানুভূতির হাত? তাদের এই হিমেল রাতগুলো কি কবে উষ্ণ হবে? এই প্রশ্নগুলো আমাদের বিবেককে জাগ্রত করতে পারলেই হয়তো ফুটপাতে শুয়ে থাকা সেই মুখগুলোয় একটুখানি প্রশান্তি দেখা যাবে।

মো: তানজিম হোসাইন
শিক্ষক ও সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি