মো: মিরাজ মোল্লা, শিবচর (মাদারীপুর)
প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় আনুমানিক সকাল ১১ টার দিকে দত্তপাড়া ইউনিয়ন চর বাচামারার বুলু শিকদারের স্ত্রী নূর জাহান বেগম (৫০) নামে একজন নারী ট্রেন দূর্ঘটনায় নিহত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) উপজেল পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নূর জাহান রেললাইন পার হয়ে স্থানীয় এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিল বলে জানান পরিবারের লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।