রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রথম তাকবিরের সঙ্গে (ধারাবাহিকভাবে) ৪০/৪১ দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুইটি পুরস্কার দান করবেন। তাহলো-১. জাহান্নাম থেকে মুক্তি দেবেন।২. মুনাফিকের তালিকা থেকে তার নাম কেটে দেবেন।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৪১)
হাদিসের ঘোষণা অনুযায়ী একজন মুমিনের জন্য এরচেয়ে বড় সৌভাগ্য ও পুরস্কার আর কী হতে পারে? কারণ কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি মানেই তো সে জান্নাতি। নামাজের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল এবং দীন, দুনিয়া ও আখেরাতের মঙ্গল হাসিল করার একমাত্র মাধ্যম। বর্তমান মুসলিম সমাজে নামাজের অবহেলা কারণে সমাজ দেশ ও জাতির উপর আল্লাহর প্রদত্ত বিভিন্ন মুসিবতের অন্যতম কারণ।
আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম নামাজকে প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে চট্টগ্রামর রাঙ্গুনিয়ায় প্রায় দেড় মাস আগে ঘোষণা দেওয়া হয় টানা ৪১ দিন জামাতের সাথে সালাত কায়েম করলে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকেই অনেক কিশোর-তরুণ নিয়মিত মসজিদে নামাজ পড়তে শুরু করে। তাদের মধ্যে যাচাই বাছাই করে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে কিশোর-তরুণ মাঝে বাই সাইকেল, স্কুল ব্যাগ, জায়নামাজ ও বিভিন ধরনের শিক্ষা সামগ্রী উপহার দিয়েছেন মনু চৌধুরী বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার শিলক ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজাপাড়া এলাকায় মনু চৌধুরী বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই ব্যতিক্রমী পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এমন আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশগ্রহণকারী কিশোর-তরুণরা আর প্রশংসা করেছে এলাকাবাসী।
উক্ত অনুষ্ঠানে প্রথম পুরস্কার বাইসাইকেল পেয়েছে একই এলাকার মোহাম্মদ লোকমান চৌধুরীর ছেলে মোহাম্মদ তুর্কি চৌধুরী, দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল পেয়েছে মোহাম্মদ মুহসিন চৌধুরী ছেলে মোহাম্মদ ইব্রাহিম এবং তৃতীয় পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ সামগ্রী পেয়েছে মোহাম্মদ আব্দুল করিম চৌধুরীর ছেলে মোহাম্মদ হৃদয় চৌধুরী, এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও অনেক কিশোর-তরুণকে উপর শিক্ষা উপকরণ সামগ্রী উপহার পেয়েছে।
আয়োজকরা জানান, ছোট বাচ্চাদেরকে মসজিদে নামাজে আগ্রহী করতে এবং বর্তমানে সমাজে কোমলমতি কিছু কিশোর-তরুণ মোবাইলে আসক্ত তাই তাদের ইসলাম' শান্তির ধর্মের দিকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। এর লক্ষ্য ছিল মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে নামাজের প্রতি অনুপ্রাণিত করা। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নামাজ আদায় করা কিশোর-তরুণ এবং তাদের অভিভাবকরা জানিয়েছেন, তাদের মূল উদ্দেশ্য ছিল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। পুরস্কার পেলেও তারা বেশি আনন্দিত যে এ উদ্যোগ তাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত পড়বে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনু চৌধুরী বাড়ির মসজিদের খতিব মৌলনা রেজাউল করিম, এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মনু চৌধুরী বাড়ি মসজিদের মোতওয়াল্লী আব্দুল খুদ্দস, আহামদল্লাহ, আবুল কাসেম, এবং মনু চৌধুরী বাড়ি প্রবাসি কল্যান সংস্থা সদস্য মোঃ ইয়াছিন চৌধুরী, এমদাত চৌধুরী, মিরাজ চৌধুরী, আজমগির চৌধুরী প্রমুখ।
মুবিন বিন সোলাইমান
রাঙ্গুনিয়া প্রতিনিধি