মোঃরেজাউল করিম
বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সক্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে জাতীয় রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার (০৩ জানুয়ারি) বিকাল ৪:০০ টার সময় মির্জাপুর বাইপাস ওভার ব্রিজের উত্তর পাশে বিসমিল্লাহ সুপার মার্কেট এর একটি অস্থায়ী কার্যালয়ের অফিসে উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন এর অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হৃদয় ইসলাম চুন্নু।
২০২৫-২০২৬ সালের দ্বি-বার্ষিক মেয়াদে সর্বসম্মতিক্রমে দৈনিক সময়ের সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. ইমন হোসেন মজনুকে সভাপতি ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি মো. আবুসালেহ সজীব কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন, মো. আমিনুর ইসলাম (দৈনিক দেশের পত্র) সহ- সভাপতি মিজানুর রহমান (দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা) সহ-সভাপতি মো. বজলুর রহমান (দৈনিক ভোরের পাতা ডিজিটাল মাল্টিমিডিয়া) সহ-সভাপতি মো. জাকির হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকা) সহ- সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আকন্দ (দৈনিক মর্নিং পোষ্ট) সহ-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম (দৈনিক কালের স্রোত ও অপরাধ প্রকাশ) সহ-সাধারণ সম্পাদক মো. সাগর খান (দৈনিক আমাদের সংবাদ পত্রিকা) সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সিকদার (দৈনিক সময়ের সংবাদ পত্রিকা) অর্থ বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম মিয়া (দৈনিক সত্য কণ্ঠ পত্রিকা) দপ্তর সম্পাদক মো. আসিফ মিয়া (দৈনিক ভোরের আলো পত্রিকা) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান বাপ্পি (দৈনিক মাতৃজগত পত্রিকা) সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবিদুর রহমান (দৈনিক সংগ্রাম পত্রিকা এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন (দৈনিক আমার বার্তা পত্রিকা)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য মো. সোহাগ হোসেন (দৈনিক মাতৃজগত পত্রিকা) জয় সরকার (নিউজ ২১) মো. শোয়েব মাহমুদ (দৈনিক আমার সংগ্রাম পত্রিকা) মো. আরাফাত ইসলাম লাবিব (দৈনিক দেশ চিত্র) সীমান্ত দাস (দৈনিক সাগরকুল পত্রিকা) ও গকুল রাজবংশী (দৈনিক নতুন বাজার পত্রিকা।
জাতীয় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুসালেহ সজীব বলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বস্তুনিষ্ঠ সংবাদসহ গুরুত্বপূর্ণ তথ্য মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়া ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।