মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকা পৌরসভার শীতার্ত ছিন্নমূল হতদরিদ্রদের মানুষের মাঝে ৯টি ওয়ার্ডে ৭ হাজার ৫শত কম্বল বিতরণ করেছেন আলহাজ্ব হাতেম খান।এলকাবাসী সূত্রে জানাযায়, শনিবার(৪জানুয়ারী) দুপুরে পৌরসভার ভালুকা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে ১হাজার শীতার্থ ছিন্নমূল হতদরিদ্রদের মাঝে পৌর বিএনপির আহবায়ক আলহাজ হাতেম খানের নিজেস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেন। এর আগে গত এক সপ্তাহে আরো ৮টি ওয়ার্ডে ৬হাজার ৫শত কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ জমসেদ আলী,জালাল উদ্দিন,আমান উল্ল্যাহ তাজুন,ফজলুল হক,হাজী এমদাদসহ পৌর বিএনপি,ওয়ার্ড বিএনপি ওসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।পৌর বিএনপির আহবায়ক হাতেম খান বলেন, আমি প্রায় ২যুগ যাবত বছরে দুটি ঈদে হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী পুজায় পূজা সামগ্রী ও শীতে শীতবস্ত্র বিতরণ করে আসছি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন মানব সেবা দিয়ে যাব। তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে এক সপ্তাহে ৭হাজার ৫শতজন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করি।