1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সাতক্ষীরায় কাচ্চি ডাইনে বিরিয়ানিতে চুল; সরব নেট দুনিয়া - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সেনকো গোল্ড এর পরিচালনায়, বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনীর শুভ সূচনা হতে চলেছে… স্ট্রোকার এবং স্ট্রোকার এর ভাঙ্গুড়ায় মন্ডতোষ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত -১ আহত ৭  চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ গাজীপুর সিটির ৩৮ নম্বর ওয়ার্ডে (কাজী নিকাহ রেজিস্ট্রার) অবৈধ, তাহলে বিয়ে কি হবে বৈধ জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক, বালিকা ২০২৪ এর উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন রাঙ্গুনিয়ায় শিক্ষার নতুন দিগন্তের উন্মোচনে ন্যাশনাল আইডিয়াল স্কুলের উদ্বোধন আইওয়াইসিএম চট্টগ্রাম টিমের ব্যবস্থাপনায় ইয়ুথ লিডারদের নিয়ে মুক্ত আলোচনা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরায় কাচ্চি ডাইনে বিরিয়ানিতে চুল; সরব নেট দুনিয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা নিউ মার্কেট সংলগ্ন কাচ্চি বিরিয়ানির জন্য ব্যাপক আলোচিত রেস্টুরেন্ট কাচ্চি ডাইনের খাবারে পাওয়া গেছে মাথার চুল। এ নিয়ে গ্রাহক অভিযোগ করলেও প্রথমে অনেকটা ‘গা ছাড়া’ ভাব দেখায় রেস্টুরেন্ট কর্মীরা। একপর্যায়ে ব্যাপারটি রফা করতে ওই গ্রাহককে খাবারে মূল্যছাড়ের প্রস্তাবও দেয় তারা।
সম্প্রতি কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার বিরুদ্ধে এমন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা পোস্ট করেন মাসুদ রানা নামের এক গ্রাহক। খাবারের রিভিউ বিষয়ক ফেসবুকের বহুল জনপ্রিয় গ্রুপ ‘সাতক্ষীরা অনলাইন শপ’ ভুক্তভোগী মাসুদ রানা নিজের ওই অভিজ্ঞতা তুলে ধরলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
মাসুদ রানা ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও ও দুটি ছবিও প্রকাশ করেন। তাতে কাচ্চি ডাইনের প্লেট ভর্তি বিরিয়ানিতে মাথার লম্বা চুল দেখা যায়। এবং যে শশা সালাদ হিসেবে দিয়েছে সেটাও খাওয়ার উপযোগী নয়।
সোমবার (২৭ ডিসেম্বর) গ্রুপে প্রকাশিত ওই পোস্টে মাসুদ রানা লেখেন, আমাদের অভিজ্ঞতায় কিছু জায়গায় হতাশার ছোঁয়া লেগেছিল। প্রথমত, খাবারের স্বাদ নিয়ে বলতে গেলে, কাচ্চির স্বাদটি যে খুব অনন্য বা ব্যতিক্রমী ছিল তা বলা যাবে না। এটি একেবারে সাধারণ মানের ছিল, যা আমাদের প্রত্যাশার তুলনায় কম। সালাতের মধ্যে যেসব শসা দেওয়া হয়েছিল, সেগুলো পুরোপুরি পেকে গিয়েছিল এবং খাওয়ার উপযোগী মনে হয়নি।
আরও গুরুতর একটি বিষয় হলো খাবারের মধ্যে ছোট ছোট চুলের উপস্থিতি। (ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন ১/২ ছোট ছোট চুল, আসলে পর্যাপ্ত পরিমানে এই রকম ছোট ছোট চুল ছিলো। প্রথম দিকে আমরা বিষয়টি ইগনোর করছিলাম, কিন্তু পরে আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।
এটি সত্যিই হতাশাজনক এবং স্বাস্থ্যবিধির প্রতি অসচেতনতার একটি বড় উদাহরণ। এমন একটি জায়গায় এ ধরনের ত্রুটি আমাদের অভিজ্ঞতায় বিরূপ প্রভাব ফেলেছে। (রেস্টুরেন্টের বাইরে এসে ভাইয়া আর আমি ২/৩ বার বমি করার চেষ্টা করেছিলাম)
তবে এই ত্রুটিগুলোর বাইরেও, কাচ্চি ডাইনের সার্বিক পরিবেশ এবং তাদের গ্রাহকসেবা এখনো অনেকের কাছে অনন্য। বিরিয়ানির জন্য এটা (কাচ্চি ডাইন) আমার প্রিয় জায়গা ছিল, কিন্তু আজ থেকে আর না। সব থেকে ন্যাক্কারজনক বিষয় হলো, যখন আমি তাদের (প্রতিষ্ঠানের কর্মীদের) ‘মাথার চুল’ দেখালাম, তারা এটির দিকে তাকিয়ে হাসছিলেন। আমি যখন তাদের কাছে হাসির কারণ জানতে চাইলাম আর বললাম, এটা কোনো জোকস না, তখন তারা হাসি থামালেন, কিন্তু কেউ কোনো দুঃখ প্রকাশও করলেন না। এর থেকেও খারাপ বিষয় ছিল, যখন এসব বিষয়ে আলোচনা করতে করতেই দেখলাম পাশের টেবিলে আরেক গ্রাহকের বোরহানীতেও জীবন্ত পোকা পাওয়া গেছে।
সাতক্ষীরা কাচ্চি ডাইনের কাছ থেকে এমনটা কখনোই আশা করিনি। পাশের টেবিলেও যখন খাবারে পোকা, তাহলে পুরো রেস্টুরেন্টে কী অবস্থা হতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত ম্যানেজার বিল নিয়ে এলেন এবং খাবারের মূল্যছাড় দিতে চাইলেন। কিন্তু কে মূল্যছাড় নিয়ে ভাবে?

ফেসবুকের ওই পোস্টের সূত্র ধরে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা দাবি করে এ প্রতিবেদককে বলেন, এ ধরনের বিষয় সামনে আসা উচিত। কাচ্চি ডাইনে আমি প্রায়ই যেতাম। তাদের খাবার ভালো মানের বলেই মনে করতাম। কিন্তু নিজের চোখে যা জানলাম, এগুলোকে সামনে আনা উচিত। সবার উচিত তাদের আসল চেহারা দেখা।
এদিকে এ অভিযোগের প্রেক্ষিতে কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার মুঠোফোন নম্বরে ম্যানেজার মোহাম্মদ সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগের বিষয়টি মেনে নিয়ে এ কর্মকর্তা বলেন, আসলে সবকিছু মোবাইলে বলা যায় না। আপনি আমাদের রেস্টুরেন্টে আসুন। সামনাসামনি কথা বললে ভালো হতো। তবে এমনটা হোক, রেস্টুরেন্ট হিসেবে আমরাও চাই না। অনেক সময় খাবারে চুল থাকে। কিন্তু বোরহানিতে পোকা কীভাবে আসলো আমরা খতিয়ে দেখছি। এর জন্য কর্মীদের কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
জোনাল ম্যানেজার মোহাম্মদ মোস্তাফা জানান, আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাস্টমারের সেবা দিয়ে থাকি। আপনি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন। আপনি আমাদের এখানে আসুন একসাথে চা খাই।
কাচ্চি ডাইনের জেনারেল ম্যানেজার সোহেল রানা বলেন, বিষয়টা আমি শুনেছি ওইটা মাথার চুল নয় খাসির পশম। তাছাড়া নিউজ টা না করলে ভালো হয়। আমরা পরবর্তীতে আরও সতর্ক হয়ে যাব এবিষয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি