মোঃ সালাউদ্দিন:- বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় “বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জানুয়ারি)গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের গুইমারা উপজেলার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক পাইসাউ মারমা এর সঞ্চালনায় অংগ্য মগ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাথোয়াইপ্রু চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মংসাপ্রু মারমা, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, গুইমারা উপজেলা শাখার মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উগ্য মারমাসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের মহিলা পুরুষ মিলিয়ে অসংখ্য শতশত নেতাকর্মী এ সভায় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানসহ তিন পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায় জনগোষ্ঠী অবহেলিত।
অন্যান্য সম্প্রদায়ের থেকে অনেক পিছিয়ে আছে মারমারা। তারা কেবল বৈষম্যের স্বীকার হয়েছে।
তাই আজকে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর মাধ্যমে আমরা একতাবদ্ধ হয়ে গ্রাম গঞ্জে বৈষম্য মুক্ত পরিবেশ সৃষ্টি করে দেশ এবং দশের জন্য কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ এবং নতুন কমিটির প্রতিনিধিদেরকে যুব সমাজের সাথে শিক্ষা সহ পাহাড়ের নানান বিষয়ে একতা বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।