মো: মিরাজ মোল্লা,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় চরজানাজাত ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে চরজানাজাত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চরজানাজাত ইউনিয়ন বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি।
শিবচর উপজেলা বিএনপির' সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন খান সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, বিএনপি নেতা শাহাদাত কমিশনার, শিবচর উপজেলা বিএনপি যুবদল নেতা কাজী খোকনুজ্জামান ও সেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।