পিরোজপুর প্রতিনিধি :
বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগস্টিস সমিতি ( বি,সি,ডি,) স্বরূপকাঠি থানা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৪ জানুয়ারি) দুপুর ১২ টায় মিয়ারহাট বাজার কমিটি অফিস মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব গঠিত কমিটি ঘোষনা করেন – সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
বর্ধিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কন্ঠভোটে সমিতির নব নির্বাচিত সভাপতি নির্বাচন করা হয়েছে – মোঃ মিজানুর রহমানকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোঃ কাজী মোস্তফা কামাল ( চাঁন মিয়া)। যুগ্ম সাধারণ সম্পাদক – মোঃ তপু রায়হান ও মোঃ মোস্তাফিজুর রহমান মামুন। সাংগঠনিক সম্পাদক – কাজী মুকিম হোসেন ও মোঃ এস, এম রাফী। নব গঠিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান জানান – সমিতির পূর্নাঙ্গ কমিটি আগামী তিন দিনের মধ্যে ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।