মোঃ মাহাবুব আলম
রিপোর্টর
নারায়ণগঞ্জ সালমা আক্তারেরত প্রতারণার ফাঁদে এখন একজন ব্যবসায়ী মোঃ আমেজ : রাজধানীর মিরপুরে ব্যবসা করে প্রতারণার ফাঁদে এবার ব্যবসায়ী এমনটি অভিযোগ উঠেছে।
ব্লাক মেইলিং, চাঁদাবাজী, ছিনতাই ধর্ষণ মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার মাস্টার মাইন্ড কিলার সালমা আক্তার , এর বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। নেতা, ব্যবসায়ী, আইনজীবী সাংবাদিক পুলিশসহ তার প্রতারণায় সর্বশান্ত হয়েছেন অনেকেই।
প্রথমে ভালো ব্যবহার করে মোবাইল নম্বর নিয়ে পরে ফোনে কথা বলে ম্যানেজ করে কাছে আনতে পারলেই ফাঁদে ফেলা হয়। আর তার বেছানো জালে পা দিলেই গুনতে হয় কয়েক লাখ টাকা। টাকা না পেলে সামাজিক ভাবে হেয় করা হয় ঐব্যাক্তিদেরকে তাতে কাজ না হলেও ভুক্তভোগী যে ব্যবসায়ের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সেখানে অভিযোগ দিয়ে তার নিকট থেকে মোটা টাকার দরবার করা হয়। এমনি এক ঘটনার অভিযোগ উঠেছে। সালমা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ব্লাক মেইল করে এক বিবাহিত ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে চার লক্ষ টাকা নেওয়ার পরে এখন আবার মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। সালমা আক্তারের সাথে রয়েছে একটি ভয়ংকর সিন্ডিকেট।
তবে একটি সূত্র বলছে ওই ব্যবসায়ী আগে সালমা আক্তার কে বিভিন্ন কাজে সহায়তা করত এখন নিজেই ফেঁসে গেছেন অন্যের জন্য গর্ত ঘটলে নম্বর সেখানে নিজে পড়তে হয় তাহলে নীতিবক্স এবার সত্য হলো। কেউ যদি এই সালমা আক্তার কে ধরিয়ে দিতে পারলে তাহাকে পুরস্কৃত করা হবে