স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সম্প্রতি ফটিকছড়ি সূর্যগিরি আশ্রম পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণাধীন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে এলাকার শীতার্তদের মাঝে গতকাল ৪ জানুয়ারি শনিবার বিকেলে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা স্বদেশ চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন টিটু চৌধুরী, বিপ্লব চৌধুরী কাঞ্চন, অর্চনা রানী আচার্য, তূর্ণা আচার্য, ধীমান দাশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. বরুণ কুমার আচার্য, ধীমান দাশ, সোমা গুহ, সুমি চৌধুরী, কাঞ্চন ঘোষ, সোনারাম আচার্য, কৃষ্ণবৈদ্য, সুপ্লব দত্ত, উত্তম দত্ত, শান্তিপদ আচার্য, ডা. সুশীল আচার্য, কুমার রতন, দীপন ভট্টাচার্য, রূপনা আচার্য, মানিক বড়ুয়া, আবু বড়ুয়া, সুজন বড়ুয়া, রনধীর শীল, ঝুন্টু শীল, রুবেল শীল, সুজন শীল, আদেশ শীল। এ সময় দেড় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।