কামরুল ইসলাম
পাহাড় ও ফসলি জমির মাটি কাটার মহোৎসব বিষয়টি পরিবেশের ওপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে এবং এটি পরিবেশ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা চূড়ামণি এলাকায় পাহাড় কাটার ঘটনা পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে দেয় এই বিষয়ে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র সাথে দপায় দপায় কথা বলার পরেও কোন ধরনের সাড়া দিচ্ছেন না সাতকানিয়া উপজেলা প্রশাসন ।
এটি নিয়ে স্থানীয় জনসাধারণ বারবার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দেওয়ার পরেও গুরুত্ব দিচ্ছেন না । স্থানীয় জনসাধারণ প্রতিনিধি কে বলেন আপনি চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতে পারেন প্রতিনিধি মোবাইল ফোনে ইউনো ও সহকারী কমিশনার ভূমির সাথে কথা বললেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না উনারা । এছাড়া, গণমাধ্যমের সাহায্যে বিষয়টি আরও প্রচার করা যেতে পারে যাতে সবার নজরে আসে এই বিষয়ে স্থানীয়রা সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করেছেন