প্রতিবেদকঃ নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের বারাহীপুরে যুবদল নেতার মাছের প্রোজেক্টে গভীর রাতে বিষ ঢেলে মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। (৪ জানুয়ারি) শনিবার ৮নং ওয়ার্ড বারাহীপুরে ইউনিয়ন যুবদল নেতা মোঃ আবদুল্লা মামুনের মাছের প্রোজেক্টে পূর্ব শত্রুতার সূত্রপাতে মাছের সাথে এ শত্রুতার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী অভিযোগ করেন।
ভুক্তভোগী ইউনিয়ন যুবদল নেতা মোঃ আবদুল্লা মামুন সাংবাদিকদের বলেন,
আমার মাছের প্রোজেক্ট গভীর রাতে বিষ প্রয়োগ করে। এই কেমন রাজনীতি, রাজনীতি হলো প্রতিযোগিতামূলক কিন্তু তারা প্রতিহিংসায় কাপুরষত্ব দেখাছে। ইউনিয়ন উপজেলা জেলা বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন এসে দেখে যায়,, আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী কিছু অজ্ঞাতনামাদের আসামি করে সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।