ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় হিফজুল কুরআন ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তালগাছিয়া দরবার শরীফের পীর সাহেব মুফতী নূরুল্লাহ্ আশরাফীর সভাপতিত্বে
আলহাজ্ব আরিফ হোসেন ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করেন।
আজ সকালে উপজেলার শৌলজালিয়ায় ফাউন্ডেশনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আযানে ৫৬ জন, হিফজুল কুরআনে ৭০ জন, নূরানী শিক্ষার্থী ২৪০ জন সহ মোট ৩৬৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতা শেষে ফাউন্ডেশনর প্রতিষ্ঠাতা মোঃ আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলার বিভিন্ন জামে মসজিদের ৮৫ জন ইমামকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জামায়েতে ইসলামী বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার আমির মাস্টার মোঃ মুজিবুর রহমান, কাঠালিয়া বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি ঝালকাঠি জেলা বাংলাভিশন প্রতিনিধি মোঃ মাসউদুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝালকাঠি জেলা গাজী টিভি ও কাঠালিয়া উপজেলার দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ শহীদুল আলমসহ অন্যান্য সাংবাদিকরা, তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, শৌলজালিয়া মাদ্রাসার সুপার আঃ রাজ্জাকসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।