সাভার প্রতিনিধি: ঢাকা জেলার সাভারে চাঁদার দাবিতে থার্টিফার্স্ট নাইটে রমজান আলী(৪৪) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে গুলি করার ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ এর পরিদর্শক শাহ জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এরআগে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন মোশা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, রমজান আলী র্দীঘ দিন যাবত সাভারের হেমায়েতপুর এলাকায় ব্যবসা করে আসছে। ঘটনা দিন সেই ব্যবসায়ীর কাছে সন্ত্রাসী মোশা চাঁদা দাবি করে। কিন্তু ব্যবসায়ী রমজান দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় থার্টিফার্স্ট নাইটে ব্যবসায়ীকে অপহরণ করে। পরে হেমায়েপুরের গ্রীণ সিটি এলাকায় ব্যবসায়ীকে নিয়ে গিয়ে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে ও মোশার হাতে থাকা পিস্তল দিয়ে ব্যবসায়ীকে ডান পায়ে গুলি করে।
এঘটনায় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ শাহ জালাল উদ্দিন বলেন, থার্টিফাস্টের রাতে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে তুলে নিয়ে গিয়ে গুলি করার ঘটনায় সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেঅস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।