নাটোরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে গঠিত “পাবলিকিয়ান স্টুডেন্টস’ কমিউনিটি অব নাটোর (PSCN)” তাদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পটভূমিতে নাটোরের শিক্ষার্থীরা একটি স্বাধীন, স্বৈরাচারমুক্ত ও চাটুকারিতাহীন সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট ২০২৪ তারিখে PSCN আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটি নাটোরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।
প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিবুল হাসান (মৃধা সাকিব) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে খোকন আলী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মিঠু নির্বাচিত হয়েছেন।
PSCN গঠনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের নিয়ে একটি পরিচালনা টিম গঠন করা হয়। তাদের সার্বিক তত্ত্বাবধানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৭২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল বাশার বলেন, “কারো ব্যক্তিকেন্দ্রিকতা নয়, বরং সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ভবিষ্যতেও এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।”
PSCN নাটোরের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাবে। সংগঠনটি নাটোরের ছাত্রসমাজের স্বপ্ন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।