আনজুমা ইসরাত ইমু,
বদরুন্নেসা কলেজ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল করে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কয়েকমাস ধরে আন্দোলনে করে আসছেন ৭ কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ইতোমধ্যে, শিক্ষা মন্ত্রালয় থেকে ৪ সদস্যের একটি কমিশনও গঠন করা হয়েছে।
তবে, চলমান আন্দোলনের মধ্যেই ঢাবির অধীনে সাত কলেজের ২০২৪-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা হবে এমন ঘোষণার পর প্রতিবাদ সমাবেশ করেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১ টায় ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে ৫ দফা দাবি তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রুপান্তর টিম।
এতে ৭ কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা “শিক্ষার সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও; ঢাবির জায়গায় ঢাবি থাক,সাত কলেজ মুক্তি পাক ; শিক্ষার সিন্ডিকেটের গদিতে, আগুন দাও একসাথে “এসব বলে নানা স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের দাবীসমূহ:
১. ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।
২. সাত কলেজ নিয়ে রাষ্ট্র যে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উক্ত কমিটি ও সাত কলেজের প্রিন্সিপাল সহ শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো তে নতুন সেশন অর্থাৎ ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় জন্য যে কমিটির গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা এবং বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে যাতে, শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয়।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক আমাদের ক্লাস নেয়নি কোনো দিন। তারপরও কিভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে আমরা বোধগম্য নই। বিগত সময়ে সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে এবং বিরূপ মন্তব্য করে। আমাদের উত্তরপত্র যেনো আমাদের সাত কলেজের শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয় তার জোর দাবি জানাচ্ছি।
৫. মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরো কমিয়ে আনার লক্ষ্যে কলেজ গুলোর অধ্যক্ষ গণের মতামত নিবে। বিভাগ ভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করাতে হবে।