মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ০৫/০১/২০২৫ ইং
স্কুল শিক্ষকের মৃত্যু: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। শারীরিক অসুস্থতায় মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম দীপক কুমার বিশ্বাস।তিনি শাহজাদপুরে শিক্ষা অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক, দীপক কুমার বিশ্বাস,শাহজাদপুরে গণিতের শিক্ষক দীপক স্যার নামেই বেশি পরিচিত ছিলেন।
তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর শহরের সাহাপাড়া এলাকায় ৫ জানুয়ারি রোববার ভোর সারে ৪ টার সময় পরলোক গমন করেছেন শিক্ষক দীপক।জানাযায়, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত! রাজশাহী শিক্ষা বোর্ডে দীপক স্যারের ভীষণ সুনাম রয়েছে। তার বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর শিক্ষকের এই হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।