আজাদুর রহমান, বগুড়া।
আল্লাহ বাঁচাবে প্রাণ-আমরা করবো স্বেচ্ছায় রক্তদান’ স্লোগানকে সামনে রেখে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি উদযাপন হয়। সোমবার বিকাল ৩টায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে কম্বল বিতরণ করার আয়োজন করেন সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব।
এ সময় তিনি বলেন, শীতে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য দরিদ্র, দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই কম্বল হয়ত আপনাদের জন্য বেশিকিছু না তারপরেও বর্তমান সময়ে তরুণদের আয়োজন এবং স্বেচ্ছাসেবী কর্মসূচির সামান্য উপহার হিসেবে ভালবেসে গ্রহণ করবেন। এ সময় শতাধিক মহিলা ও পুরুষদের মাঝে কম্বল দেওয়া হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।