সাইফুল ওয়াদুদ,নওগাঁ থেকেঃ
অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ শনিবার এই সম্মেলন উপলক্ষে নওগাঁ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, মুক্তির মোড় হইতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র্যালি বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি সকাল ১১ টা ২০ মিনিট হইতে আরম্ভ হয়ে দুপুর ১২:২০ মিনিট পর্যন্ত একটানা এক ঘন্টা ব্যাপী শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে খাস নওগাঁয় অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় সকাল ১০টার সময় জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম। সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মানবাধিকার কর্মী রোটারিয়ান চন্দন কুমার দেব উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা শাখার সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান অধ্যাপক আতাউল হক সিদ্দিকী। সভাপতির বক্তব্যে তিনি সম্মেলনের সফলতা কামনা করেন। আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি উৎপল সাহা, সংগঠনটির উপদেষ্টা ও বাম প্রগতিশীল রাজনীতিবিদ অ্যাডভোকেট মহসিন রেজা সহ প্রমুখ ব্যক্তিবর্গ। শোভাযাত্রা শেষে সংগঠনটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় দুপুর একটায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের দ্বিতীয় তলার হলরুমে। অতঃপর বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, মুক্তির মোড়, নওগাঁয়। সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্যে বলেন, গণসংস্কৃতি আন্দোলনের উত্তরাধিকার বহন করে স্বদেশ ও বিশ্বের নিপীড়িত, শোষিত মানুষের মুক্তি সাধনে নিবেদিত এক অনন্য সাংস্কৃতিক সংগঠনের নাম বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, মুক্তচিন্তা, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায়, ২৪’র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে বৈষম্যহীন সমতাভিত্তিক গণতন্ত্র, মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কার্যক্রমকে ত্বরান্বিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের অনুষ্ঠানটির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।