মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় জুলাই-আগস্টের মামলায় তদন্ত প্রাপ্ত আসামি যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ আটটার দিকে শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নের বেলগাছি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হলো এস.এম মাহবুব সোবহান বিদ্যুৎ (৩৭)। তিনি শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে এবং সুঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।
এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, জুলাই-আগস্টের মামলার তদন্ত প্রাপ্ত আসামি বিদ্যুৎ’কে রবিবার সকাল সাড়ে ১০ টায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে৷