স্টাফ রিপোর্টার :
যুব একতা পরিষদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী পারভেজ হাওলাদারের শুভ জন্মদিন উপলক্ষে, যুব একতা পরিষদের প্রধান কার্যালয় টেকেরহাট ও বুড়িগঙ্গা রিয়ারভিউ রেস্টুরেন্ট সদরঘাট এই দুই স্থানে কেক কেটে জন্মদিন পালন করা হয়,
এ সময় উপস্থিত ছিলেন, যুব একতা পরিষদের সভাপতি. এইচ এম এনামুল বাঘা, সিনিয়র সহ-সভাপতি. শহিদুল ইসলাম (লাভলু), সিনিয়র সহ-সভাপতি. মোঃ শাহাবুদ্দিন শেখ,সিনিয়র সহ সভাপতি. আমিনুল ইসলাম খোকন, সিনিয়র সভাপতি. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি. মতিয়ার ফকির, সহ-সভাপতি. শফিউল আলম শাহীন, সহ-সভাপতি. মোঃ স্বপন মাতুব্বর, মহিলা সম্পাদিকা.আয়েশা তোফাজ্জেল, প্রমুখ।