কামরুল ইসলাম
চট্টগ্রামের লোহাগাড়ায় গাছ কাটার সময় দুর্ঘটনায় রমিজ উদ্দিন (৩৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রমিজ কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের বারবাকিয়া ঝারাবিন্যা এলাকার সৈয়দ আলমের ছেলে।
ঘটনাটি ঘটে গত শনিবার সকাল ১১টার দিকে লোহাগাড়ার আমিরাবাদ রাজঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান রমিজ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
রমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার তিনটি সন্তান রয়েছে। প্রতি সপ্তাহে তিনি বাড়িতে ফিরতেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতেন।
রমিজ উদ্দিনের এ মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে গাছ কাটার সময় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।