স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্ব সমাদৃত ত্বরিকা ‘ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়া’র প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.) এর ১১৯তম ‘মহান ১০ মাঘ উরস শরিফ’ উপলক্ষে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল ২৫ আগামী ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বা’দা আসর মাইজভাণ্ডার শরিফ শাহি ময়দানে অনুর্ষ্ঠিত হবে। এতে সদারত করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারী পবিত্র রক্ত ও ত্বরিকতের উত্তরাধিকার সূত্রে এবং অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রদত্ত দলিলমূলে, গাউসুল আযম মাইজভাণ্ডারীর রওজা শরিফের খেদমতের হকদার, তাঁর স্মৃতি বিজড়িত অনুষ্ঠান প্রতিষ্ঠান ও শাহি ময়দান ব্যবস্থাপনার হকদার রাহ্বারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.), সাজ্জাদানশীন, গাউসিয়া হক মন্জিল, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডার শরিফ।
গাউসিয়া হক মন্জিলের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।