উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে
ভ্যান চালক তামিম খাঁন হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। ভিকটিম তামিম খাঁন(১৬) ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করে সংসার চালাই। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে নড়াইল থেকে জানান, প্রতিদিনের ন্যায় গত ৩/১/২০২৫ তারিখ বিকাল অনুমান ৫.০০ সময় ভিকটিম বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয় এবং পথিমধ্যে হাড়িগড়া গ্রামস্ত ডুমুর তলা স্ট্যান্ড হতে ভিকটিম তার চাচা মোঃ মমিন মোল্যাকে সাথে নিয়ে যাত্রীর উদ্দেশ্যে দাড়িয়ে থাকা অবস্থায় ধৃত ১নং আসামী আমিরুল হোসেন ভিকটিম নলদী এলাকায় মেয়ে দেখতে যাবে বলে ৩০০/-টাকা ভাড়ায় চুক্তি করে ভিকটিম তার চাচাসহ সিংগিয়া বাজারে নিয়ে যায়। সেখানে গিয়ে ১নং আসামী আমিরুল হোসেন দোকান থেকে সিগারেট কিনে পুনরায় ডুমুর তলা স্ট্যান্ডে ফিরে এসে ভিকটিম তার চাচা মমিন মোল্যাকে নামিয়ে দিয়ে শুধু ভিকটিম তার ভ্যান গাড়ী নিয়ে পূনরায় নলদীর দিকে চলে যায়। পরবর্তীতে ভিকটিম বাড়ীতে না আসায় রাত অনুমান ১১.৪৫ ঘটিকায় স্থানীয় ভাবে খোঁজ খবর নিতে থাকে। সারারাত খোঁজ খবর নিয়ে কোথাও কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পরিবার বাড়ীতে চলে আসে। পরবর্তীতে ভিকটিমের চাচা মমিন মোল্যা ভিকটিমের পরিবারকে জানায় যে, ১নং আসামী আমিরুল হোসেন ৩/০১/২০২৫ তারিখ বিকাল বেলা ভিকটিমকে তার ভ্যানগাড়ীসহ নলদী এলাকায় মেয়ে দেখার কথা বলে নিয়ে গেছে। তখন ভিকটিমের পরিবার উক্ত ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজন এবং পুলিশকে অবহিত করে স্থানীয় লোকজন ও নড়াইল সদর থানা পুলিশের সহায়তায় ১নং আসামীর বাড়ীতে ৪/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.০৫ ঘটিকায় উপস্থিত হয়ে তাকে স্থানীয় সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে ১নং আসামী আমিরুল হোসেন জানায় সেসহ অন্যান্য আসামীরা মিলে ভিকটিমের ভ্যান গাড়াটি চুরি করার উদ্দেশ্যে তাকে হত্যা করে মৃতদেহ লোহাগড়া পৌরসভাধীন মশাখুনি গ্রামের জনৈক আইয়ুব হোসেন এর বাড়ির উত্তর পার্শ্বে খোকন মিয়ার পতিত প্লট জমির দক্ষিণ- পশ্চিম কোনে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে এবং তার ভ্যানগাড়ীটি লোহাগড়া থানাধীন ৩নং আসামী মোঃ সলেমান শেখ এর ঘবে আছে মর্মে জানালে বাদীসহ সাক্ষীরা পুলিশের সহায়তায় ০৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.০৫ ঘটিকায় ঘটনাস্থলে হাজির হয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা মোঃ রুবেল খাঁন নড়াইল লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে নড়াইল লোহাগড়া থানার মামলা নং-০৪, তারিখ- ০৫/০১/২০২৫ খ্রিঃ, জিআর-০৪/২৫ ধারা-৩৭৯/৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ আইনে একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ জাকির হোসেনসহ একাধিক টিম আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে।
ঘটনায় আটককৃত ১নং আসামীকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ পূর্বক উল্লেখিত ২.৩ ও ৪ নং আসামীদেরকে ০৫/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.১৫ – ২৩.৪৫ ঘটিকার মধ্যে এবং ধৃত ৫নং আসামীকে স্থানীয় পুলিশের সহায়তায় ০৬/০৫/২০২৩ খ্রিঃ তারিখ রাত্র ০০. ৫৫ ঘটিকায় তাদের নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আমিরুল হোসেন(২৪), পিং- আমীর হোসেন, সাং- নয়াবাড়ি, থানা- নড়াইল সদর, ২। মোঃ সরোয়ার মোল্যা (৫২), পিং- নেহাল উদ্দিন মোল্যা, ৩। মোঃ সলেমান শেখ (২৫), পিং- ইমান শেখ, ৪। মোঃ ইসমাইল মোল্যা (২২), পিং- মোঃ সরোয়ার মোল্যা, সর্ব দাঃ নাওড়া, থানা- লোহাগড়া, ৫। মোঃ খবির মোল্যা (৪২), পিং- মৃত তোজামেলে মোল্যা, সাং- নয়াবাড়ী, থানা-নড়াইল সদর, সর্ব জেলা- নড়াইল’গনকে মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
ধৃত ১নং আসামি মোঃ আমিরুল হোসেন অপরাধ স্বীকারপূর্বক বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন।