মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। নুতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
সকালে উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় আগামী ৯ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা, বাজার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসুচি পালনসহ পিঠা উৎসব ও বিতর্ক প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত হয়। একইভাবে তারুণের উৎসব পালনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়াও এলাকা ভিত্তিক ধর্মীয় ও কাওয়ালী প্রতিযোগীতাসহ নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়।
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।