ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে আজ সোমবার ৬ই জানুয়ারী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২০২৫ সেশনের ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোঃ ওয়ালি উল্লাহ সরদার,সাধারণ সম্পাদক -মোঃ ওয়ালী উল্লাহ।
এছাড়া সহ-সভাপতি পদেএম. আমিনুল ইসলাম, আল কাসিম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ এছহাক বিন আব্দুল আউয়াল, প্রশিক্ষণ সম্পাদক ঈসা আল মারুফ, দাওয়াহ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক সৈয়দ আলী হোসেন, প্রকাশনা ও দফতর সম্পাদক, মোঃ মুছা সরদার, অর্থ কল্যাণ সম্পাদক মোঃ মারেফাতুল্লাহ,বিশ্ববিদ্যালয় সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, কওমী মাদ্রাসা সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মুয়াজ,আলিয়া মাদ্রাসা সম্পাদক এম হাসান মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মোঃ,ফেরদৌস খান,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ মফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারদিন।
এছাড়াও ০৯ সদস্য বিশিষ্ট শূরা কমিটি ঘোষণা করা হয়-এতে মননীত হনঃ
মোঃ আতিকুল্লাহ সরদার(নলছিটি)
রফিকুল ইসলাম সজীব(রাজাপুর), মাসুম বিল্লাহ(নলছিটি) , মোহাম্মদ হেলাল( ঝালকাঠি সদর পূর্ব),মোঃমাহমুদুল হাসান (রাজাপুর) মোঃ শাহাদাত(নলছিটিপৌরসভা)
মোঃমুহিব্বুল্লাহ সহ-সভাপতি (ওয়াজেদ আলি কমপ্লেক্স ঝালকাঠি), মোঃজাবের হুসাইন,সাধারণসম্পাদক(ওয়াজেদআলি কমপ্লেক্স ঝালকাঠি),বেলাল হাফসি(রাজাপুর) ।
উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর’২৫ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সম্মেলন-২০২৫ এ ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি প্রতিনিধি