স্টাফ রিপোর্টারঃমো:লিমন হোসেন
গাজীপুর মহানগরীর সদরে বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার পলাতক আসামী রিপন লস্কর ও তার বাহিনীর কাছে জিম্মি এলাকাবাসী। মাদক কারবার, অপহরণ, খুন, ডাকাতি বা হামলা চালিয়ে অপরাধ জগতের রাম রাজত্ব কায়েম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে আসছে।
অনুসন্ধানে জানা যায়, দুর্ধর্ষ এই সন্ত্রাসী মেট্টোপলিটন সদর থানার ২৯ নং ওয়ার্ড ভোড়া এলাকার হাসান লস্করের ছেলে। কয়েক বছর পর যাবত চুরি, ছিনতাই, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সকল অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এই সন্ত্রাসী ও তার বাহিনী। রিপন লস্কর শহরের এক মূর্তিমান আতঙ্কের নাম। এই বাহিনীর কাছে জিম্মি রয়েছে মহানগরীর সদর থানার সামান্তপুর, ছোট দেওড়া, ভোড়া, চা-বাগান, তরৎপাড়া, পেয়ারা বাগান, নীলেরপাড়া, বাঙ্গালগাছ, ভারারুল, ধীরাশ্রম, চৈতন্যপুরসহ আশপাশের এলাকার বাসিন্দারা। এই সন্ত্রাসীর কর্মকাণ্ডে অনেকেই প্রতিবাদ করে খুন জখমের শিকার হয়েছেন। রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, জমি দখল, মাদক এবং চাঁদাবাজিসহ অন্যান্য প্রায় ১৫ থেকে ১৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আলোচিত হত্যাকাণ্ড খাদেম, পলাশ, মোতালেব এবং সাংবাদিক মোবারক, লিমনসহ একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগও রয়েছে। গত ২০১৯ সালের ২৪রা জানুয়ারীতে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিনে দুই রাউন্ড গুলিসহ এই সন্ত্রাসীকে র্যাব-১ গ্রেফতারও করেছিল। অতি দ্রুত দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি এলাকাবাসীর।
থানা সূত্রে জানা যায়, দুর্ধর্ষ এই সন্ত্রাসীর বিরূদ্ধে ৬ টি জিআর গ্রেফতারী পরোয়ানা(ওয়ারেন্ট) রয়েছে।
এসংক্রান্তে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীনে আলম জানান, শীর্ষ সন্ত্রাসী রিপন লস্করকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। অভিযান অব্যাহত আছে।