মোঃ মালেক
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম ‘র সীতাকুণ্ডে আলেকদিয়া শিশু নিকেতন স্কুল এর সহকারী শিক্ষিকা শাহনাজ আক্তার লিজা এর শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে।
আলেকদিয়া, জহুরুল ফকির এর বাড়ির মোঃ সেকান্তর এর একমাত্র কণ্যা শাহানাজ আক্তার লিজা কে রেজাউল করিম বিবাহ করেন।
জনাব রেজাউল করিম শীতলপুর স্টিল মিলস এর সম্মানিত পদবীতে চাকরি করেন। উনার বাড়ি আলেকদিয়া, রহমত সেরাং বাড়ি।
৫/০১/২০২৫ ইং রোজ রবিবার জোড়ামতল, চৌধুরী স্কয়ার ক্লাবে গায়ে হলুদ এবং ৬/০১/২০২৫ ইং সোমবার দুপুরের বিয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলেকদিয়া শিশু নিকেতন স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাবা জুলিয়া আক্তার ও সহকারী শিক্ষিকা সানজিদা আলম সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।