মোঃ হেকমত আলী মন্ডল
জেলা প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ প্রাইমারী স্কুল মাঠে বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে শীতার্ত হত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয় ।
আজ ৬ই জানুয়ারি ২০২৫ সকাল ১১ঘটিকায় উপজেলার ৫ ইউনিয়নের হত দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়েছে ।বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো: ইউসুফ চৌধুরী অধিনায়ক ২৯ বীর
আরো উপস্তিত ছিলেন দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ইমরুল কায়েস, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন ও বীর সৈনিক সদস্যগণ সহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, "শীতার্ত মানুষের কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করবো এবংপর্যায়ক্রমে আমাদের এই শীতবস্র বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে ।
উপকৃত হওয়া সুবিধাভোগীরা বলেন, "আমাদের মত গরিব মানুষের জন্য এই শীতবস্ত্র খুবই দরকার ছিল। সেনাবাহিনী আমাদের জন্য যা করেছেন, আমরা খুবই কৃতজ্ঞ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা মনে করেন, সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম শীতার্ত মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং মানবিকতা প্রচারে অনন্য ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রতিবারের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্তে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।