মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ০৭/০১/২০২৫ ইং
শাহজাদপুর উপজেলা প্রশাসনের একটি বিশেষ অভিযানে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান এই রায় প্রদান করেন।
অভিযুক্তরা হলেন:
১। মোঃ রুহুল আমিন, পিতা- মৃত সালাম মাস্টার, গ্রাম- দরগাপাড়া।
২। মোঃ হাসান ওরফে হাসি শেখ, পিতা- মৃত ইশারত উদ্দিন শেখ, গ্রাম- দরগাপাড়া।
৩। শ্রী সুব্রত, পিতা- শ্রী রবীন্দ, গ্রাম- পোতাজিয়া।
প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, মাদকদ্রব্য সেবন ও এর প্রসারের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আরো উল্লেখ থাকে যে গাঁজা , ইয়াবা , হিরোইন অর্থাৎ মাদক বন্ধের জন্য শাহজাদপুর উপজেলা প্রশাসন সর্বদা চেষ্টা ও ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।