মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
দীর্ঘ প্রায় চব্বিশ বছর পর গঠিত হতে যাচ্ছে ইউনিয়ন বি এন পির কমিটি, ফলে স্থানীয় বি এন পি নেতা কর্মিদের মাঝে দেখা দিয়েছে আলাদা এক আনন্দ। ঈদের আনন্দের মতো করে মেতেছে মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন বি এন পির নেতা কর্মীরা। আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন বি এন পির কমিটি নির্বাচন।
এই কমিটি নির্বাচনে মোট ৪০৮ জন ভোটার তাদের মুল্যবান ভোট প্রদানের মাধ্যমে ইউনিয়ন বি এন পির নেতা নির্বাচন করবেন, বিভিন্ন দলিয় সূত্রে জানা যায় ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আলতাফ হোসেনের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্য দিকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই দুই পদে ৪০৮ ভোটারের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
সাধারণ সম্পাদক পদে, মোঃ মহাতাপ, ও মোঃ আসাদুজ্জামান খোন লড়বেন আর সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুখ হোসাইন ও মোঃ সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই নির্বাচনে জরে সরে প্রচার প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা শীতের সকলকে উপেক্ষা করে প্রার্থীরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ছুটে বেড়াচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভোটার রা জানান এই ইউনিয়ন নির্বচনে মোঃ ফারুক হোসেন একজন চৌকাশ ও পারফেক্ট প্রার্থী সে যেমন জনদরদি সুশিক্ষায় শিক্ষিত মিষ্টভাশি সাংগঠনিক মনা মানুষ মোঃ ফারুক হোসেন, বেশির ভাগ ভোটার মনেকরেন এবারের ইউনিয়ন বি এন পির কমিটির নির্বাচনে মোঃ ফারুক হোসেনই যোগ্য প্রার্থী।