স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মহান ১০ মাঘ গাউছুলআজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৯তম বার্ষিক ওরশ উপলক্ষে ও ২ মাঘ অছিয়ে গাউছুলআজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র ওফাত বার্ষিকী স্মরণে বিনামূল্যে বিশেষজ্ঞ হেলথ ক্যাম্প ফটিকছড়ি মাইজভাণ্ডার শরীফ পূর্ব বাড়ি হোসাইনী ভিলায় ১৬ জানুয়ারি ২০২৫ সকাল ৯টা হতে অনুষ্ঠিত হবে। ক্যাম্পে ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। রেজিষ্ট্রেশন শুরু সকাল ৮টা, হোসাইনী ভিলা।
আয়োজন ও ব্যবস্থাপনায় অছিয়ে গাউছুলআজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবার আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) এর পক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।