স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষুর উদ্যোগে গতকাল ৬ জানুয়ারি বিকাল চারটায় চট্টগ্রাম জেলার চন্দনাইশের সাত বাড়িয়া গ্রামের দরিদ্র ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় জেবিএস আনন্দ বোধি ভিক্ষু বলেন, মানুষ মানুষের জন্য। দরিদ্র ও দুস্ত মানুষের কল্যানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মানবিক সমাজ গঠনের ক্ষেত্রে ধর্ম ও জাতিকে গুরুত্ব না দিয়ে মানুষের কল্যানে আমাদের কাজ করতে হবে।
এতে গ্রামের ৫০ জন দরিদ্র ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।