এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
বনভান্তের জন্মদিন উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রাজবনবিহারে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানসহ ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে।
বনভান্তের জন্মদিন উপলক্ষে বুধবার (৮ই জানুয়ারি) প্রথম প্রহরে রাজবন বিহারে মঙ্গল প্রদীপ জ্বালানো এবং হাজারো বেলুন উড়ানো সহ ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে
বিভিন্ন ভবনসহ রাজবন বিহার চত্বর।
আয়োজন করা হয় বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।
বুধবার সকাল থেকে কয়েক হাজার নারী-পুরুষ,দায়ক দায়িকা,উপাষক উপাষিকা সারিবদ্ধভাবে রাজবন বিহারে বিশেষ ব্যবস্থায় রাখা বনভান্তের মরদেহে ফুল দেওয়া শুরু করবেন।
পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধপূজা, হাজার বাতিদান, বৌদ্ধ মুর্তি দানসহ নানাবিধ দানের মাধ্যমে দিয়ে জন্মদিন উদযাপন করা হবে।
এসময় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় নির্দেশনা দিবেন ধর্মগুরু বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা ভান্তেগন।
শ্রাবকবুদ্ধ বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি শহরের দক্ষিণে মগবান ইউনিয়নের মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন।
বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি মহাপরিনির্বাণ লাভ করেন।
তখন থেকে তার মরদেহ বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটি রাজবন বিহারে সংরক্ষণ করা হয়।