গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অভিযানের সময় ভারতের অভ্যন্তেরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মো. লাভলু রহমান (৪৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত লাভলু রহমান যশোর জেলার পাঁচপুতা গ্রামের মৃত আলী মিয়া এবং জাহাঙ্গীর হোসেন উপজেলার খড়মপুর এলাকার মৃত আজাহার রহমানের ছেলে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার সময় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
বিজিবি জানায়, বেলা এগারোটার সময় উপজেলার বস্তাবর বিওপির সীমান্ত পিলার ২৬৩/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু মাঠের মধ্যে অভিযানের সময়, ভারতের অভ্যন্তেরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় লাভলু রহমান ও পাচারকারী (দালাল) জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, অনুপ্রবেশকারী ও পাচারকারী দালাল সদস্যসের দেহ তল্লাসী করে
৭০০০ ভারতীয় রুপি, ২টি মোবাইল ফোন এবং ২টি ভারতীয় সীমকার্ড জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, ওই যুবকদের রাত দশটায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি