গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসুচি বাস্তবায়নের জন্য তথা স্মরনকালের জনসমাবেশ ঘটাতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
এ লক্ষ্যে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, মহিলাদল, কৃষক দল, তারেক পরিষদ লাগাতার প্রস্তুতি সভা, উঠান বৈঠক, কর্মীসভা, পথসভা, শীতবস্ত্র এবং লিফলেট বিতরন অব্যাহত রেখেছে।
কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে ও দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সমবেত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সেই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারী'২০২৫ বিকালে কবিরাজ ধান হাটিতে জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক, বীরগঞ্জ উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ লাইছুর রহমান লিপু'র নেতৃত্বে ভোগন নগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রুহুল আমীন বাবু'র সভাপতিত্বে জেলা এবং উপজেলার সকল নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঐ সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগমীর সম্ভাব্য রাষ্ট্র নায়ক, তারেক রহমানের প্রেরিত মূলপত্র পাঠ করে শুনিয়েছেন। হাজার হাজার জনগন শতস্ফুর্তভাবে সমাবেশে অংশ নেন।
অপর দিকে ৭ই জানুয়ারি'২৫ বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি হলরুমে বীরগঞ্জ উপজেলা তারেক পরিষদের আহবায়ক মোঃ সোহরাওয়ার্দী হাসান নয়নের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন প্রসংগে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, বীরগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও দিনাজপুর-১. বীরগঞ্জ-কাহারোল আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলু ৷
উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিম প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
তারেক পরিষদের সদস্য সচিব মিষ্টার আনিসসহ বীরগঞ্জ ও কাহারোলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।