মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
রাউজান উপজেলা প্রশাসনের নির্দেশনায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা-২০২৫ এ অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের ডালিয়া দল। ইউনিয়নের সাতটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জনপ্রশাসন, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, স্যানিটেশনসহ ১৫টি বিষয়ে সমস্যা ও সমাধানের উপায় নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হয়। অংশগ্রহণকারীরা দলগতভাবে রচনা আকারে তাদের ভাবনা উপস্থাপন করেন।
মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের ডালিয়া দলের সদস্যরা—সাবিহা শফিক কেয়া, শিরিন আকতার, প্রীতি বড়ুয়া, সাদিয়া আকতার এবং ইসরাত নূর ত্বাহা—তাদের অসাধারণ বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। দলটি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. তানজিম হোসাইনের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেয়।
মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মঞ্জুরুল আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফিরোজ আহমেদ। সভাপতিত্ব করেন ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীণা চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল আলম, ইংরেজি শিক্ষক মো: তানজিম হোসাইন এবং বিজয়ী শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ক্রেস্ট গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার শিক্ষানুরাগী জানে আলম জিতু, মো. জাবেদ, নুরুল আবছার, মিল্টন চাকমা, সৈয়দ মো. সেলিম, রাশেদ, শাহেন, উজ্জল বড়ুয়া জাগির এবং নাইম প্রমুখ। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে আয়োজকরা মনে করেন।